Monday 21 January 2019

আহলে বায়তের উজ্জ্বল নক্ষত্র ইমাম জয়নুল আবেদীন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।

আহলে বায়তের উজ্জ্বল নক্ষত্র ইমাম জয়নুল আবেদীন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
কৃতঃ শান মাহামুদ রাজ।
______________________________
কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন (রাঃ)র একমাত্র জীবিত পুত্র হযরত ইমাম জয়নুল আবেদিন (রাঃ)।
হযরত ইমাম হুসাইন (রাঃ) যুদ্ধে নামার আগমূহুর্তে তাবুতে এসে বোন জয়নব বিনতে হযরত ইমাম আলী (রাঃ)কে বলেছিলেনঃ বোন! আমি তোমার কাছে আমার শেষ আওলাদ আমানত রেখে গেলাম যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবী বংশের পবিত্র রক্ত ধারা প্রবাহিত হবে।
এবং হযরত ইমাম হুসাইন (রাঃ)- হযরত ইমাম জয়নুল আবেদীন (রাঃ)কে বললেন! বাবা জয়নুল তোমার থেকে আমার বংশের সিলসিলা জারী থাকবে। সুবহানআল্লাহ - শান মাহামুদ রাজ।
-----------------------------------------------------

ইমাম জয়নুল আবেদীন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন রাসূল বংশের একটি উজ্জ্বল নক্ষত্র। অনেক সদগুণের আধার ছিলেন তিনি। তিনি ছিলেন একাধারে প্রথম সারির তাবেয়ী, আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামার সম্মানিত সদস্য ও পবিত্র ইমাম, মুজতাহিদ ও প্রখ্যাত হাদীসবিদ। তাঁর জ্ঞানের গভীরতা সর্ম্পকে ইমাম যুহরী আলাইহির রহমাহ বলেন, সে সময় হাশেমী বংশে ইমাম জয়নুল আবেদীন আলী ইবনে হুসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে অধিক মর্যাদাসম্পন্ন বুযুর্গ ও বড় ফকীহ আমি দেখিনি---_---
১= ইমাম যাহাবী আলাইহির রহমাহ বলেন, ইমাম জয়নুল আবেদীন আলী ইবনে হুসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা ছিলেন অধিকতর নির্ভরযোগ্য ও অতীব বিশ্বস্ত হাদীস বর্ণনাকারী। তিনি অনেক হাদীস শরীফ বর্ণনা করেছেন।

২= তিনি বেলায়তের সর্বোচ্চ সোপান ‘গাউছুল আযম’ পদেও অধিষ্ঠিত ছিলেন।

৩=বলাবাহুল্য, তিনি তদীয় পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু’র খলীফা ছিলেন।৪ এছাড়াও খোদাভীতি, ইবাদত-বান্দেগী, ক্ষমাশীলতা, দানশীলতা, পরোপকারিতা ও উত্তম চরিত্রে তিনি ছিলেন কিংবদন্তি মহা ব্যক্তিত্ব।

৪=নাম ও বংশ পরিচিতিঃ
তাঁর নাম আলী, উপনাম আবু মুহাম্মদ, আবু বকর, আবুল হাসান, আবুল হুসাইন।

৫=উপাধি জয়নুল আবেদীন ও সৈয়্যদুস সাজ্জাদ।

৬=তাঁর পিতার নাম সাইয়্যেদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। যিনি হযরত খাতুনে জান্নাত ফাতেমা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী ইবনে আবি তালিব ইবনে আব্দুল মোত্তালিব রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা এর প্রাণপ্রিয় পুত্র।
৭ =যাঁরা বংশ পরম্পরায় হযরত ইব্রাহীম আলাইহিস সালামের প্রথম পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর।
৮=তাঁর মাতার নাম শাহরবানু। ইসলাম গ্রহণের পর তাঁর নাম মতান্তরে সালমাহ, গাযালাহ, সুলাফাহ, জিদ্দা ও বিররাহ।
৯=শাহরবানু হচ্ছেন পারস্যের শেষ সম্রাট ইয়াজদাযরিদের সুযোগ্য কন্যা। তাঁর বংশ তালিকা হচ্ছে শাহরবানু বিনতে ইয়াজদাযরিদ ইবনে (সম্রাট) খসরু পারভেজ ইবনে (সম্রাট) হরমুজ ইবনে (সম্রাট) নাওশীরওয়ান।
১০ =যাঁরা সবাই বংশ পরম্পরায় পারস্য (ইরান) সম্রাট ছিলেন। যারা বংশ পরম্পরায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম হয়ে হযরত ইব্রাহীম আলাইহিস্ সালামের দ্বিতীয় সন্তান হযরত ইসহাক  আলাইহিস সালাম এর বংশধর।

১১=শুভ জন্মক্ষণঃ
উপরিউক্ত সম্মানিত পিতা-মাতার ঘর আলোকিত করে ৩৬ হিজরি মতান্তরে ৩৮ হিজরীর ১৫ জমাদিউল আখের মতান্তরে, শাবান মাসের শুক্রবার রাতে পবিত্র মদীনাতুল মুনাওয়ারায় শুভ জন্ম গ্রহন করেন।

১২ =অন্য বর্ণনামতে তাঁর জন্ম সালটি ছিল ৩৩ হিজরী।

১৩=জ্ঞানচর্চাঃতিনি শৈশবকাল থেকে জ্ঞানপিপাসু ছিলেন। তিনি প্রখ্যাত সাহাবী ও তাবেয়ীগণের নিকট কুরআন, হাদিস,ফিকাহ ইত্যাদি বিষয় অধ্যয়ন করেন । তিনি হাদিস ও ফিকাহ বিষয়ে অগাধ জ্ঞানার্জন করে প্রখ্যাত হাদীসবিদ ও প্রথিতযশা ফিকাহবিদ হিসেবে স্বীকৃতি পান সমকালীন প্রখ্যাত মুহাদ্দিস ও ফিকাহবিদগণ কর্তৃক। তাঁর ছিল অসংখ্য শিক্ষক ও ছাত্র।
শিক্ষকবৃন্দঃ
তাঁর অগণিত শ্ক্ষিক ছিলেন । তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বীয় পিতা হযরত ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উম্মুল মু’মিনীন হযরত সাফিয়্যাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, হযরত  উম্মে সালমা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু রাফি রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মিসওয়ার বিন মাখরমাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত সায়ীদ ইবনুল মুসায়্যিব রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত সায়িদ ইবনে মারজানাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আমর ইবনে উসমান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত যাকওয়ান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত যায়নাব বিনতে আবী সালমাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা প্রমুখ।

১৩(ক)=ছাত্রবৃন্দঃতাঁর অসংখ্য ছাত্র ছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বীয় পুত্র ইমাম আবু জাফর বাকির রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত যাইদ আল মক্বতুল রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইমাম যুহরী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আমর বিন দিনার রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত হাকাম বিন উতাইকা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত যাইদ বিন আসলাম রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইয়াহইয়া বিন সায়িদ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবুয যিনাদ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আলী বিন জুদয়ান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুসলিম আল-বাত্বীন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত হাবিব ইবনে আবি সাবিত রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আসিম বিন ওবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আসিম বিন ওমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ক্বা’ক্বা  বিন হাকিম রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবুল আসওয়াদ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত হিশাম বিন উরওয়াহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবুয্ যুবাইদ মক্কী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু হাযিম আ’রাজ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ বিন মুসলিম বিন হুরমুয রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুহাম্মাদ বিন ফুরাত তামিমী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু,হযরত মিনহাল বিন আমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত তাউস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু সালমাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহা প্রমুখ।

Featured post

আহলে বায়তের উজ্জ্বল নক্ষত্র ইমাম জয়নুল আবেদীন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।

আহলে বায়তের উজ্জ্বল নক্ষত্র ইমাম জয়নুল আবেদীন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। কৃতঃ শান মাহামুদ রাজ। ______________________________ কারবালার ম...